Our Institute History

স্কুলের ইতিহাস
2020/06/18 10:00 PM
 প্রাতিষ্ঠানিক সূত্রপাত
  স্থাপিত : ১৯৮০ খ্রিষ্টাব্দ
বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস
 
সুরমা ও কুশিয়ারা নদী বিধৌত প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহপরাণ (রঃ) এর পূণ্য স্মৃতি বিজরিত আধ্যাত্মিক রাজধানী সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান-জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলটি সিলেট সদর থানার খাদিমপাড়া ইউনিয়নে চা-বাগান সংলগ্ন টিলাময় পরিবেশে পাঁচ একর ভূমির উপর অবস্থিত। ১লা জানুয়ারি ১৯৮০ সালে তৎকালীন স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী, পিএসসি মহোদয়ের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়টি জুনিয়র বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। ব্রিগেডিয়ার এম জি রব্বানী, পিএসসি মহোদয়ের প্রচেষ্টায় ১৯৮৪ সালে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ ঘটে ।
 
১৯৮৭ সালে নতুন ভবনটি ভিত্তি প্রস্তর স্থাপন করেন ব্রিগেডিয়ার এস এ আজিজ, পিএসসি এবং ১৯৮৯ সালে এর শুভ উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম রফিকুল ইসলাম, পিএসসি। বর্তমানে বিদ্যালয়টি একটি স্বয়ংসম্পূর্ণ ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সুপরিচিত।
 
লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও বিদ্যালয়টি স্ব-মহিমায় উদ্ভাসিত। ২০০১ সালে এ বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়।
 
এক নজরে বিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতিঃ
 
প্রতিষ্ঠার তারিখ : ০১/০১/১৯৮০
 
প্রথম স্বীকৃতির তারিখ : ০১/০১/১৯৮৩ (জুনিয়র হাই স্কুল)
 
হাই স্কুল হিসেবে প্রথম স্বীকৃতি : ০১/০১/১৯৮৪
এসএসসি পরীক্ষা আরম্ভের সন : ১৯৮৬
 
অত্র বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র চালুর সন : ১৯৮৯
 
প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র চালুর সন : ১৯৮৫
 
সহপাঠক্রমিক কার্যাবলি :
বিদ্যালয়ে নিয়মিত ইনডোর ও আউটডোর খেলাধুলা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ে বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে ।
বিদ্যালয়ে বার্ষিক মিলাদ এবং মিলাদের সাথে কেরাত, হামদ, নাত, গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বার্ষিক আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবসসমূহ এবং সশস্ত্র বাহিনী দিবসে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে।
 
স্কাউট ও গার্লস গাইড :
বিদ্যালয়ে স্কাউট ও গার্লসগাইড নামে দুইটি সংগঠন রয়েছে।
 
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বৃহস্পতিবার সহপাঠক্রমিক কার্যাবলির অনুশীলন হয়ে থাকে ।
 

" জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল​ "
জীবনের সুপ্রভাত।

Message

সভাপতি মহোদয়ের​ বাণী

 আজকের শিক্ষার্থী আগামী দিনের জাতির কর্ণধার। তাদেরকে বহুমুখী প্রতিভার অধিকারী হতে হবে। সততা, সহনশীলতা, সহমর্মিতা, নৈতিকতা, দেশাত্মবোধ, আত্মমর্যাদাসহ বিভিন্ন মানবীয় গুণাবলি অর্জন করে আলোকিত মানুষ হতে হবে। শিক্ষার আলোয় উদ্ভাসিত হতে হবে। আজকের পৃথিবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নির্ভর এক বিশ্বগ্রাম । বৈশ্বিক নাগরিক হওয়ার জন্য প্রতিটি শিক্ষার্থীর চাই প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা। নিয়মিত পড়াশোনা করে অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করা ও প্রতিভার উন্মেষ ঘটানোর লক্ষ্যে শিক্ষার্থীদেরকে নিবেদিত হতে হবে। হতে হবে ভালো ছাত্র, ভালো নাগরিক এবং সর্বোপরি ভালো মানুষ।
 
জ্ঞানরাজ্যের বিস্তীর্ণ ভুবনে প্রবেশের জন্য ছাত্র-ছাত্রীদের সমসাময়িক প্রেক্ষাপটে জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য, ক্রীড়া-সংস্কৃতিসহ লালিত ও সুপ্ত প্রতিভা বিকাশে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল নিয়মিতভাবে শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে।......... 
তারিখ: 2024/10/01 08:23 PM

ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মহোদয়ের বাণী

শিক্ষা প্রতিষ্ঠান হলো মেধা ও প্রতিভা বিকাশের এক সুপরিকল্পিত উদ্যান। সেই বিকাশের অন্যতম কারিগর হলো শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। আর মেধার সম্প্রসারণ ঘটাতে পারলেই জাগরণ ঘটে একটি জাতির। একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। সময়ের বিবর্তনের সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও। একবিংশ শতাব্দির বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধি গড়ে তোলা। এরই আলোকে বর্তমান সরকারের ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে সিলেট জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল পরিবারও বদ্ধপরিকর।
এই লক্ষ্য পূরণে ইতোমধ্যে শ্রেণি কক্ষে প্রজেক্টর ও কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান প্রক্রিয়া চালু করা হয়েছে। এছাড়াও অত্যাধুনিক মুজিব কর্নার, সমৃদ্ধ বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, গার্লগাইড-স্কাউট প্রতিষ্ঠা করা হয়েছে। পরিবেশগত শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। .........
তারিখ: 2023/04/23 11:48 PM

প্রধান শিক্ষকের বাণী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং কোর স্কিল উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। শিক্ষায় প্রত্যাশিত উন্নয়ন ত্বরাম্বিত করে আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল সর্বদাই নিবেদিত।
 
গুণগত শিক্ষা প্রদান, তথ্য ও প্রযুক্তির বিস্তরণ এবং বিদ্যালয়ের যাবতীয় শিক্ষা পরিষেবা শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য একটি মানসম্মত ওয়েবসাইট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশাকরি, এর মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুততার সাথে প্রাতিষ্ঠানিক যাবতীয় কার্যক্রম ও প্রয়োজনীয় তথ্য পেতে পারবে এবং তথ্য প্রবাহে উপকৃত হবেন বিদ্যালয় সংশ্লিষ্ট সকলেই।
তারিখ: 2023/03/19 01:47 AM

News & Event

কোভিড-১৯ এবং নতুন শিক্ষাব্যবস্থা

কোভিড-১৯ মহামারির কারণে গত ২৩ মার্চ থেকে বিশ্বের আনুমানিক ১ দশমিক ৩ বিলিয়ন শিক্ষার্থী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে অনুপস্থিত থাকতে বাধ্য হয়েছে। 

তারিখ: 2023/03/21 02:29 AM

শিক্ষার অগ্রগতি ধরে রাখা হবে বড় চ্যালেঞ্জ


করোনা অতিমারি থেকে কবে পরিত্রাণ পাওয়া যাবে, বলা যাচ্ছে না। হয়তো স্বল্পতর প্রকোপে করোনা দীর্ঘদিন আমাদের সঙ্গী হয়ে থাকবে।

তারিখ: 2020/06/09 06:16 PM

শিক্ষায় করোনার ধাক্কা সামলানোর উপায়


করোনার প্রকোপে এক রকম স্থবির হয়ে আছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এই ধাক্কা সামলে উঠতে কী করণীয়? লিখেছেন তিনজন শিক্ষক।

তারিখ: 2020/05/29 02:16 AM

Book Distribution

National Textbook Festival: School children get 353m free textbooks - 2022

In the presence of tens of thousands of High school students, the main book distribution festival was held at the Dhaka University central playground 

তারিখ: 2020/05/29 02:53 AM

Rules & Regulation

নিয়মাবলী।

জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল

* স্কুলের সময়সূচী :
        ** গ্রীষ্মকালীন সময়সূচীঃ
                    সমাবেশ সকাল ১০:০০ মিনিটি  হইতে বিকাল ০৪:০০ টা পর্যন্ত  
        **  শীতকালীন সময়সূচীঃ 
                    সমাবেশ সকাল ০৭:০০ মিনিটি  হইতে বিকাল ১২:০০ টা পর্যন্ত  
 
 * পোষাক 
    

             ছেলে : সাদা জামা এবং ব্লু প্যান্ট
             মেয়ে :  আকাশী নীল কামিজ ও সাদা সেলেয়ার । সাদা জুতা।
তারিখ: 2020/06/18 10:13 PM

ফটো গ্যালারি

গ্যালারি: Home Gallery

Previous12Next


Chairman Sir


Previous12Next

Upcoming Event

অনুসরণীয়

 

  • সকলকে মাস্ক পরে আসতে হবে।
  • বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে আসতে হবে।
  • নখ ছোট করে আসতে হবে।
  • বিদ্যালয়ে প্রবেশ পথে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
  • প্রত্যেকে নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপদ পানির বোতল সাথে রাখতে হবে।
  • বিদ্যালয়ে অবস্থান কালিন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
  • যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে।
  • শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের শ্রেণি ব্যবস্থাপনা মনিটরিং করবেন,  স্বাস্থ্যগত দিক ও সমস্যা প্রতিদিন প্রত্যক্ষ করবেন এবং তথ্য অবহিত করবেন।
  • সময়ের ব্যবধানে হাত স্যানিটাইজ করে নিতে হবে।
  • বিদ্যালয়ের পোশাক প্রতিদিন সাবান পানি দিয়ে জীবানুমুক্ত করে ব্যবহার করতে হবে।
  • বিদ্যালয়ের আসার প্রস্তুতিতে গোসল/স্নান করে আসতে হবে।
  • বাড়ি বা বসতিতে কারো করোনা লক্ষণ থাকলে ঐ শিক্ষার্থী তাদের করোনা নেগেটিভ হলে বিদ্যালয়ে আসতে পারবে।
  • কোন ভাবেই অসুস্থতাজনিত লক্ষণ নিয়ে বিদ্যালয়ে আসা যাবে না।
  • বিদ্যালয়ের ব্যবহার্য উপকরণ স্বাস্থ্যসম্মত (নিরাপদ) হতে হবে।
  • বিদ্যালয়ে অপ্রয়োজনে বহিরাগতদের প্রবেশ স্বাস্থ্যসম্মত নয়।

Academic Class Level

Class Level

---------------------------

  • Junior Secondary ( Six to Eight ) 
  • Secondary Nine to Ten ) 

Institute Facilities

Facilities

-------------------------

  • Computer Lab  ►
  • Multimedia classroom  ►
  • Science Labs  ►
  • Cafeteria  ►
  •  

Special Attention for Every Students

প্রতিটি শিক্ষার্থীদের জন্য বিশেষ মনোযোগ

A dynamic learning community recognized as one of the leading schools in Bangladesh, offering a good educational environment, safety and security of the students. 

Study Tour